Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে কলেজছাত্রকে অপহরণের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে কলেজছাত্রকে অপহরণের অভিযোগ

September 03, 2023 07:27:54 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে কলেজছাত্রকে অপহরণের অভিযোগ

গাজীপুরে ফেরদৌস আহমেদ নির্ঝর নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করার অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে গাজীপুর ভালয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত ফেরদৌস(২৭) ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্র। এ ঘটনায় কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার পর পরই গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায়, একই কলেজের রবিন সরদার নামে এক ছাত্রের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে ফেরদৌসকে অপহরণ করা হয়। বিকেলে রবিন সরদারের নের্তৃত্বে ৩-৪ টি মোটর সাইকেল, ৩ টি সিএনজি ও ১টি প্রাইভেটকার নিয়ে তার ১৫-২০ জন অনুসারী ফেরদৌসকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে এ অপহরণকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। 

গাজীপুর মেট্রোপলিটনের বাসন অফিসার ইনচার্জ আবু বক্কর জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপহরণ হওয়া কলেজ ছাত্র ফেরদৌসকে উদ্ধার ও অপরহণকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।