Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

January 13, 2025 03:55:20 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। রবিবার (১২ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফাইজা গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার সদর থানার জগন্নাথপুর গ্রামের মৃত নাইব আলীর ছেলে জুয়েল (১৮), কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দুলাল ব্যাপারীর ছেলে জিয়াদ (১৮) এবং লালমনিরহাট জেলার কালওগঞ্জ থানার মৃত মমিনের ছেলে নাইম (১৮)। তারা সবাই গাজীপুরের বাইমাইল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকত।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, রবিবার রাত ১২টার পর ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ফাইজা গার্মেন্টসের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে একটি খুর ও দুইটি চাকু উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেফতার তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।