
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিন দালালকে বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক রেজা এ অভিযান পরিচালনা করেন। এসময় তিন দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেক জনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ড প্রাপ্ত দালাল'রা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার রাজ্জাক শিকদারের ছেলে শাহ আলম, শ্রীপুর উপজেলার মমতাজ উদ্দিনের ছেলে মাসুদ রানা। অর্থদণ্ড প্রাপ্ত হলেন, গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার আঃ রশিদের ছেলে সফর উদ্দিন।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনিয়ম ও দালালদের দৌরাত্ম ঠেকাতে এবং সেবা গ্রহীতাদোর ভোগান্তি লাঘবে এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, সেবা গ্রহীতাদের নানা অভিযোগের প্রেক্ষিতে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুই দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড করা হয়।