Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

January 15, 2025 03:43:01 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে “MADE IN ITLY” লেখা একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, এবং ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় নাদীম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে পূবাইল থানার হাড়ীবাড়ীরটেক এলাকায় অভিযান চালিয়ে এ উদ্ধার অভিযান সম্পন্ন হয়। গ্রেপ্তারকৃত নাদীম গাজীপুর মহানগরীর পূবাইল সাপমারা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে নাদীমের কাছে বিদেশি অস্ত্র ও মাদক রয়েছে। এরপর পুলিশ তার বোনের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে নাদীমের হেফাজতে থাকা একটি সচল বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নাদীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।