
গাজীপুর সংবাদদাতা:
১৯ শে মার্চ ১৯৭১ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার বিকেলে মহানগরের নগপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল থেকেই নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। 'জয় বাংলা' স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি। আমন্ত্রিত অতিথি ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন সরকার রিপন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ জুয়েল বাবু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম শফি, উপ-দপ্তর সম্পাদক রাহুদাস, বাসন থানা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর এম.এ বারী, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমসহ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।
আলোচনা সভা শেষে গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। নৃত্য ও গান উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড.আ.ক.ম মোজাম্মেল হক এমপি।