Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

গাজীপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

December 17, 2024 06:19:26 PM   উপজেলা প্রতিনিধি
গাজীপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. ফাইজুল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ নভেম্বর দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ মো. ফাইজুল ইসলামের বাড়িতে হামলা চালান। ওই সময় ফাইজুল ইসলামের পৈতৃক বসতভিটে দখল করতে গেলে তিনি বাধা দিতে গেলে আরিফুল ইসলাম তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন। ফাইজুল ইসলাম আত্মরক্ষার চেষ্টা করলে তার বাম হাতের কবজি কেটে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাইজুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেই সুযোগে আরিফুল ইসলাম সরকার ও তার ভাই জেলা শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম সরকার দলবল নিয়ে তার পৈতৃক ভিটের জমি দখল করে নেন।

ভুক্তভোগী মো. ফাইজুল ইসলাম মানববন্ধনে বলেন, “যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার, তার ভাই শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা কাঞ্চন মোড়ল ও কাজলসহ অন্যরা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমি দলীয় নেতা তারেক রহমানসহ ঊর্ধ্বতন নেতাদের কাছে তাদের বহিষ্কার, দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মো. ফাইজুল ইসলাম, মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর অভিযুক্ত যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার ও তার ভাই শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম সরকারসহ মোট ২২ জনের নাম উল্লেখ করে মো. ফাইজুল ইসলাম শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।