
আশিকুর রহমান:
গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে "দেশের বিভিন্ন শিল্প কল-কারখানা ভাংচুর ও শ্রমিকদের মাঝে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে" রুখে দাঁড়ানো ও সচেতনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ মিনার উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুল আলম শিমুল বিশ্বাস। প্রধান বক্তা হিসবে ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুল আলম শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করণে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল সর্বদাই সজাগ ও সচেতন আছে। শিল্পকারখানা, দেশের যে কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান, কনস্ট্রাকশন সেক্টর অর্থ্যাৎ সর্বোপরি যে কোন উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করে আসছে শ্রমিকরা। দেশ উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের ক্ষতিসাধনে লিপ্ত ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা জানান প্রধান এ সমন্বয়ক।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করার জন্য শ্রমিক দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি নেয়ার মাধ্যমে গার্মেন্টস ফ্যাক্টরি এবং শ্রমিক ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ মিনার উদ্দিন, গাজীপুর মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়সাল আহমেদ সরকার। এছাড়াও গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দরা অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন, বাসন মেট্রো থানা শ্রমিক দল এর পক্ষে মোহাম্মদ শহীদ সরকার, রনি সরকার এবং সৈয়দ জোবার ইসলাম সহ বাসন মেট্রো থানার শ্রমিক দলের নেতৃবৃন্দ।