Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ

August 10, 2024 11:20:02 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ

গাজীপুরে সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার  জেরে বাড়ি-ঘরে হামলা চালিয়ে লুটপাত ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৯ আগস্ট রাত ৯টার দিকে গাজীপুর মহানগরের ২১নং ওয়ার্ডের মিরেরগাঁও এলাকার আবুল হোসেনের বাড়িতে এ হামলা হয়। এ সময় দুটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ভাংচুরসহ ৫ ভরি স্বর্ণ ও ৭৩ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ আবুল হোসেনে।

আবুল হোসেন বলেন, সম্পত্তি নিয়ে বিরোধে পূর্ব শক্রতার জেরে মিরেরগাঁও গ্রামের শফিকুল ইসলাম (৩৫) এর নেতৃত্বে  আকাশ (২৫), তানভির, হাসিবুল (২৫), মেহেদি(২৪)সহ ১০-১৫ ব্যক্তি তার বসতভিটায় হামলা চালায়। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর, স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট থানার কার্যক্রম না থাকার কারণে তিনি হামলার এ ঘটনায় অভিযোগ দায়ের করতে পারেন নি। তিনি গাজীপুরে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন বরাবর লিখিত অভিযোগ দিবেন বলে জানান।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায় নি।