Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত অস্ত্রের লাইসেন্স স্থগিত ও জমা দেওয়ার নির্দেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

গাজীপুরে ২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত অস্ত্রের লাইসেন্স স্থগিত ও জমা দেওয়ার নির্দেশ

August 28, 2024 02:35:07 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে ২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত অস্ত্রের লাইসেন্স স্থগিত ও জমা দেওয়ার নির্দেশ

গাজীপুর প্রতিনিধি:
ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ২০০৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সকল ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স স্থগিত এবং অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ ওয়াহিদ হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ২৫ আগস্ট ২০২৪ তারিখের এক প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেসি থেকে যে সমস্ত ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে, সেগুলো স্থগিত করা হয়েছে। এই স্থগিতকৃত অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে লাইসেন্সধারীরা তাদের স্থায়ী ঠিকানার থানায় অথবা বর্তমান বসবাসের নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে সেই অস্ত্রগুলো অবৈধ বলে গণ্য হবে এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

এছাড়া, যেসব অস্ত্র ইতোমধ্যে থানা, জেলা ট্রেজারি, বা আর্মস ডিলারদের নিকট জমা রাখা আছে, তাদের ক্ষেত্রে পুনরায় জমাদানের প্রয়োজন নেই। নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে The Arms Act, 1878 এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের অস্ত্র লাইসেন্স সংক্রান্ত নীতিমালার আওতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।