Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ৬৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ৬৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ৩

July 01, 2024 02:20:27 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে ৬৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ৩

আশিকুর রহমান:
গাজীপুরে অভিযান চালিয়ে ৬৬ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। গত রবিবার (৩০ জুন) দুপুরে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা এলাকা থেকে এসব মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের বাসন থানার মোঃ জোবায়ে হাসান ওরফে শিমুল (২৫),  মোঃ কামরুল হাসান (২৩), মোঃ সাইফুল ইসলাম (৩৭)। তিনজনই গাজীপুরের বাসন থানা এলাকার বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাসন থানাধীন ইটাহাটা এলাকার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জোবায়েদ হাসান শিমুলের বসত বাড়ীর সামনে থেকে বিদেশী মদ ও মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীরা উক্ত রাস্তার উপর দাঁড়িয়ে এসব মাদক বিক্রয় করছিলেন। এবিষয়ে এসআই (নিরস্ত্র)/মোঃ ফারুক হোসেন বাদী হয়ে বাসন থানায় মাদক মামলা দায়ের করেন।