
আশিকুর রহমান:
গাজীপুরের বিভিন্ন বাসস্ট্যান্ড এবং প্রধান প্রধান সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। সড়কে তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ শৃঙ্খলা দেখে অভিভূত যাত্রীসহ সাধারণ জনগণ।
সরেজমিনে দেখা যায়, গাজীপুর জেলার চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তা, বাইপাস থেকে টঙ্গী, মাওনা- থেকে গাজীপুর চৌরাস্তা, চৌরাস্তা থেকে জয়দেবপুর এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনে ব্রত রয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে যানযট মুক্ত রয়েছে গাজীপুরের সড়কগুলো। পুলিশ সংকটের দেশের সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিকের গুরুদায়িত্ব নিয়ে রাস্তায় নেমে পড়েন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ২৪ ঘন্টাই শিক্ষার্থীরা রয়েছে গাজীপুরের সড়কগুলোতে।
দেখা যায়, গাজীপুরের সড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান শিক্ষার্থীদের। এতে রাস্তায় কোন প্রকার যানযটের দেখা মিলছে না। বাসট্যান্ডগুলোকে যানজট মুক্ত রাখতে কঠোর শৃঙ্খলা বজায় রেখেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তৎপরতার কারণে, চালকরাও সর্তকতার সাথে রাস্তায় গাড়ি চালাচ্ছেন। দেখা যায়, শিক্ষার্থীদের সাথে কিছু কিছু রাস্তায় রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও।
একজন যাত্রী জানায়, তিনি ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে গাড়িতে চড়েছেন। আসার পথে রাস্তায় রাস্তায় শিক্ষার্থীদের ট্রাফিক শৃঙ্খলা থেকে তিনি অভিভূত এবং মুগ্ধ। তিনি বলেন, সড়কে ট্রাফিক শৃঙ্খলা কিভাবে বজায় রাখতে হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের থেকে শিক্ষা নেওয়া উচিৎ। রাস্তায় কোন যানযট নেই। নেই কোন প্রকার যাত্রী ভোগান্তি। পরিবহনগুলোও যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারছে না।
শিক্ষার্থীরা জানায়, গাজীপুর জেলায় প্রায় সাত'শ থেকে আট'শ জন শিক্ষার্থী ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। তারা গাজীপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দেশ ও জনগণের স্বার্থে তারা এ দায়িত্ব কাঁধে নিয়েছেন। দেশের শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে তারা সকল বাঁধাকে অতিক্রম করে এগিয়ে যাবে বলেও জানান শিক্ষার্থীরা।