Date: May 21, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / গণমাধ্যমে মার্কিন ভিসা নীতির প্রতিবাদে ফেনীতে বিএমইউজে’র মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গণমাধ্যমে মার্কিন ভিসা নীতির প্রতিবাদে ফেনীতে বিএমইউজে’র মানববন্ধন

October 03, 2023 05:40:04 PM   জেলা প্রতিনিধি
গণমাধ্যমে মার্কিন ভিসা নীতির প্রতিবাদে ফেনীতে বিএমইউজে’র মানববন্ধন

বাংলাদেশের গণমাধ্যমে ভিসা নীতির নামে মার্কিন চাপের প্রতিবাদে ফেনীতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্র কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে ফেনী জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এম এ সাঈদ খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এম এ দেওয়ানী, কোষাধ্যক্ষ ওবায়দুল হক, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আবুল হাসনাত রিন্টু, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রোজেন, এএনএম গোলাম সরওয়ার নয়ন, এজে হৃদয় প্রমুখ।

“মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশের গণমাধ্যম যুক্ত হবে” -ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের এমন বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএমইউজে জেলা কমিটির পক্ষে বক্তারা বলেন, বিশ্বায়নের এই যুগে সাংবাদিকরা শুধু জাতির বিবেক না, সাংবাদিকরা আজ বিশ্ব বিবেক। বিশ্ব এখন হাতে মুঠোয়। সাংবাদিকদের কারনে বিশ্বের যে কোন সংবাদ দ্রুত তম সময়ে সকলের নজরে আসে। সাংবাদিকরা আন্তর্জাতিকভাবে দেশীয় রাষ্ট্রীয় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে ভুমিকা রাখে, এই ভুমিকার জন্যই কিংবা সাংবাদিকদের মেসেজ এর কারনে  প্রতিটিা রাষ্ট্র তার নিজ নিজ কর্মকান্ড পরিচালনা করতে সহায়ক হয়। সাংবাদিকরা সকল সমস্যা সংকট দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লেখা লেখি করে। সাংবাদিকরা সন্ত্রাসের সাথে জড়িত হয় না। আমাদের দেশের ওয়েজ বোর্ড প্রাপ্ত কয়েকটি করপোরেট পত্রিকার সাংবাদিকরা বেতন পায়। কিন্তু অধিকাংশ সাংবাদিকরাই নিজের পরিবারের অর্থায়নে তারা এই পেশাটাকে ভালোবাসে। জাতীয় আন্তর্জাতিক সার্থে এই পেশায় সাংবাদিকরা কাজ করে থাকে।

“সেই সাংবাদিকদের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য মার্কিন প্রশাসন যে ভিসা নীতি নিয়ে সাংবাদিক শব্দটি উচ্চারণ করছে, এতে করে আমরা মনে করছি সাংবাদিকদের ভাবমুর্তি ক্ষন্ন করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা দুর্বিত্ত্বয়ানের সাথে জড়িত, যারা এদেশে অবৈধভাবে অর্থ উপার্জন করে আমাদের দেশের অর্থ বিদেশে পাচার করে, তাদের বিচার করবার জন্য আমাদের আইন বিভাগ ও বিচার বিভাগ আছে। আমাদের এই দেশেইতো তাদের বিচার হয়। সেই সব সাজাপ্রাপ্ত পলাতক কোন আসামী যদি থেকে থাকে তাদের বিষয়ে ভিসা নীতি হবে কি হবে না। সে বিষয় আপনাদের বিষয়। আমরাতো সকল দুর্বিত্ত্বয়ানের বিরুদ্ধে এবং সাংবাদিক নামক শব্দটিকে যারা কলংকিত করবে আমরা তাদেরও বিরুদ্ধে। সাংবাদিক শব্দটি একটি পবিত্র শব্দ।”

মার্কিন প্রশাসনকে সতর্ক করে দিয়ে বক্তারা আরো বলেন,  ভিসা নীতির আওতায় কোন সাংবাদিকের নাম যাতে তারা উচ্চারণ না করে।  যদি করে তাহরে সেই সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এমনটা যেন না শুনি। যদি এমনটা শুনি তাহলে মার্কিন প্রশাসনের ভিসা নীতির বিরুদ্ধে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সকল রাজনৈতিক নেতার বিরুদ্ধে কেন সেনশান? ভালো রাজনৈতিক নেতা  আমলা আছে বলেই উন্নয়ন হচ্ছে। যারা দুর্নীতি করবে তাদের বিচারতো আমাদের রাষ্ট্রই করবে। তোমরা আবার কি করবে?

বক্তব্য স্থানীয় মুলধারার সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সাংবাদিকদের শ্রম ঘাম কষ্ট জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো হামলার শিকার হন, কখনো কখনো মিথ্যা মামলার শিকার হন।  তখনতো আমেরিকা কিছু বলে না। সত্যের পথে নির্ভীক সাংবাদিকদের সব সময় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।