
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে আহব্বায়ক কমিটি গঠন করার প্রতিবাদে গত রোববার বিকেলে সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সোনারায় ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আমিনুর ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবলু মিয়া, ওয়ার্ড সাধারন সম্পাদক প্রসান্ত পাল, সাধারন সম্পাদক মটু মিয়া প্রমুখ।
এ ঘটনায় সোনারায় ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব গত ৩০মার্চ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে উক্ত কমিটির প্রতিকার চেয়ে একটি লিখিত আবেদন করেছে।
মজিবুর রহমান আলতাব লিখিত বক্তব্যে বলেন, গত ২৫মার্চ-২০২৩ তারিখ বিকেলে কমিটি ভেঙ্গে দেয়ার প্রসঙ্গে পূর্বে থেকে আমাকে কোন কিছু অবগত না করে মন গড়াভাবে অসাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ আহব্বায়ক কমিটি গঠন করেন। তারা স্বেচ্ছাচারিতার মাধ্যমে এইরুপ কর্মকান্ড গঠনতন্ত্র বিরোধী। এতে করে ব্যক্তি স্বার্থ রক্ষা হবে কিন্ত সংগঠন শক্তিশালী হবেনা।