
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে নাহারুল মন্ডল নামের ষাট বছরের এক বৃদ্ধকে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় বুধবার তাকে মডেল থানার পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, গাবতলীর উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের নিশুপাড়া গ্রামে মৃত কলিম উদ্দিনের ছেলে নাহারুল মন্ডল গত মঙ্গলবার সকালে প্রতিবেশি ছয় বছরের শিশুকে নিজের ঘরে এনে ফুসলিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে নাহারুল মন্ডলকে আটক রেখে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ সংক্রান্ত ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারও করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।