
আশিকুর রহমান:
গাজীপুরে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত রহিম সরকারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার শহরের মালেকের বাড়ী, শরিফপুর ও হারিকেন এলাকার জনসাধারণ এ মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেন, গত ৮ সেপ্টেম্বর ভুক্তভোগী নারীকে ভাল বেতনে চাকরি দেওয়ার কথা বলে অভিযুক্ত রহিম সরকার তার নির্মাণধীন ভবনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। পরে কৌশলে ওই নারী সে স্থান থেকে পালিয়ে যায়।
এ সংক্রান্ত গাজীপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে একটি পিটিশন মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার পর থেকে অভিযুক্ত রহিম সরকার মামলার তুলে নেওয়া জন্য ভুক্তভোগী নারী ও উক্ত মামলার সাক্ষীদের হুমকি দিচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ও সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তাই অভিযুক্ত রহিম সরকারকে দ্রুত গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়। মানববন্ধন শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিমনার, বাসন থানা ও গাছা থানার ওসির কাছের স্মারকলিপি প্রদান করা হয়।