Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে গৃহবধূ লাইলীকে পিটিয়ে হত্যা, আটক ৭ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে গৃহবধূ লাইলীকে পিটিয়ে হত্যা, আটক ৭

September 30, 2023 07:58:08 PM   জেলা প্রতিনিধি
ঘিওরে গৃহবধূ লাইলীকে পিটিয়ে হত্যা, আটক ৭

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে সীমানা নিয়ে বিরোধের জেরে মারপিটে ৫০ বছর বয়সী লাইলী নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুলের এজাহারের প্রেক্ষিতে হত্যা ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ।

আটকরা হলো- হানিফ (৪৫), মনোয়ারা (৩২), লাইলী বেগম (৩৫), চম্পা (৫৫), হারান মল্লিক (৫৫), সুফিয়া (৫০) এবং মাইনুদ্দিন মানু (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, লাইলী বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশি দুই ভাই হানিফ মিয়া ও মনির হোসেনের জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস-বৈঠক বসে। বৈঠকের সিদ্ধান্ত লাইলী বেগমের প্রতিপক্ষের পছন্দসই না হওয়ায় পরে আবারও সালিসের সিদ্ধান্ত হয়।

এরপর দুপুর ২টার দিকে লাঠিসোঠা নিয়ে হানিফ মিয়া, মনির হোসেন, হারান মিয়া ও লালন মিয়াসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জন লাইলী বেগম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। হামলায় মাথায় আঘাত পেয়ে লাইলী মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন লাইলীকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, নিহত লাইলীর ছেলে সাইফুল বাদী হয়ে ১১ জনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করে। এদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্ট চলছে। আদালতে প্রেরণকৃত আসামিদের রিমান্ড চাওয়া হয়েছে।