
আনোয়ার হোসেন:
চট্টগ্রামের জোরালগঞ্জ এলাকা আন্তজেলা ডাকাত দলের সর্দার সহ ৪ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব ৭।শনিবার ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাড়ি তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় র্যাব তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমান লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং একটি পিকআপ গাড়ি জব্দ করেছে।
ফেনী র্যাব-৭ এর স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, র্যাব-৭ শনিবার ভোরে অভিযানে চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ১টি কার্টুজ, ৩৪ টি অটোরিকশা ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও একটি পিকআপ গাড়ি জব্দ করেছে। ডাকাতরা আরও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন, জোরালগঞ্জের শাহ আলমের ছেলে মোহাম্মদ হক সাব (২৩), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম রনি (২৪), নারায়ণগঞ্জের চরপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে চান মিয়া (২৮) ও সুনামগঞ্জের আকতা পাড়া এলাকার তারা মিয়ার ছেলে সিজিল মিয়া সোহাগ (৩০)।
স্কোয়াডন লিডার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।