Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম কারাগারে কয়েদি বিদ্রোহ-গোলাগুলি, জামালপুর কারাগারে সংঘর্ষে নিহত ৬ বন্দি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

চট্টগ্রাম কারাগারে কয়েদি বিদ্রোহ-গোলাগুলি, জামালপুর কারাগারে সংঘর্ষে নিহত ৬ বন্দি

August 09, 2024 03:13:14 PM   অনলাইন ডেস্ক
চট্টগ্রাম কারাগারে কয়েদি বিদ্রোহ-গোলাগুলি, জামালপুর কারাগারে সংঘর্ষে নিহত ৬ বন্দি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন। কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। শুক্রবার দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে। বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী।

নগরের লালদীঘি এলাকার বাসিন্দারা জানান, কেন্দ্রীয় কারাগার ঘিরে ব্যাপক গোলাগুলি চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অপরদিকে গতকাল বৃহস্পতিবার জামালপুর জেলা কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আরও চার বন্দিসহ আহত হয়েছেন সাতজন। বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে এই সংঘর্ষ শুরু হয়। পরে রাতে কারাগারের পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে এসেছে, কোনো বন্দি পালাতে পারেননি বলে জানিয়েছেন কারাধ্যক্ষ আবু ফাতাহ।

সংঘর্ষে নিহত বন্দিরা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। তারা সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দা।

সংঘর্ষে আহত কারারক্ষীরা হলেন- জাহিদুল ইসলাম, সাদেক ও রোকনুজামান।

এ ঘটনায় গুরুতর আহত চার বন্দী ও তিন কারারক্ষীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারাধ্যক্ষ আবু ফাতাহ জানান, দেশের অস্থিতিশীল পরিবেশের মধ্যে কারাগারে বিদ্রোহ করা নিয়ে বন্দিদের মধ্যে দুইটি পক্ষ তৈরি হয়। পরে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষ ঠেকাতে গেলে বন্দিরা প্রথমে জেলারকে মারধর ও জিম্মি করে কারাগার থেকে বের হবার চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে কারারক্ষীরা।

পরে বিক্ষুব্ধ বন্দিরা কারাগারের ভেতরের দুইটি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেইটের ভেতরে একটি গেইট ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে। বন্দিদের কাছে জিম্মি হয় ১৪ কারারক্ষী।

পরে কারাগার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সন্ধ্যায় জিম্মি কারারক্ষীদের ফেরত দেয় বন্দিরা। রাত ৩টায় কারাগারের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় কারা কর্তৃপক্ষ।

জেলার আবু ফাতাহ বলেন, সংঘর্ষে চলাকালে কারাগারে ১০ জন বন্দি আহত হন। তাদের মধ্যে পাঁচ জন কারাগারের ভেতরেই মারা যান, হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

কারাগারের ক্ষতিগ্রস্ত ফটক ও ভেতরে অন্যান্য ভবন দ্রুত মেরামতের জন্য গণপূর্ত বিভাগ কাজ শুরু করেছে।

কারা কর্তৃপক্ষ জানায়, জামালপুর জেলা কারাগারে বন্দি আছেন ৬৬৯ জন, তাদের মধ্যে সাজাপ্রাপ্ত রয়েছেন ১০০ জন। এছাড়া এই কারাগারে কোনো জঙ্গি কয়েদি নেই।