Date: May 21, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চাঁদপুরে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চাঁদপুরে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

October 08, 2023 08:10:21 PM   জেলা প্রতিনিধি
চাঁদপুরে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুর জেলা শহরে চেয়ারম্যান ঘাটে হেযবুত তওহীদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিডি কারেন্ট নিউজ ২৪ এর চাঁদপুরস্থ আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‘রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকে দেশকে নিরাপদ রাখতে করণীয়’ শীর্ষক বিনিময় সভায় হেযবুত তওহীদের চাঁদপুর জেলা  সভাপতি মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে ও মো. মোহনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিডি কারেন্ট নিউজ ২৪ এর পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী। সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাহিত্য সম্পাদক প্রকৌশলী রাকিব আল হাসান লিহি। এবং অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন সাংবাদিক সমাজ সেবক প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সভার সূচনা করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন হেযবুত তওহীদকে তাদের কার্যক্রম আরও বেগবান করতে আহ্বান জানান এবং জাতির উদ্দেশ্যে হেযবুত তওহীদকে সহযোগীতার কথা বলেন। তিনি বলেন হেযবুত তওহীদের সাথে দেশ ও জাতির ঐক্যবদ্ধ শক্তি দেশের ক্রান্তিকালে ছায়া হয়ে দাঁড়াবে।

অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে বলেন, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে একটি অস্থিতিশীল জঙ্গিবাদি রাষ্ট্র কায়েমের লক্ষ্যে বিদেশি প্রভূদের ধর্ণা দিয়ে যাচ্ছে একটি বিশেষ শ্রেণি। সে অপশক্তিকে রূখে দিতে, বাংলাদেশের জনগণকে সচেতন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। তিনি সভায় উপস্থিত সকলের প্রতি এবং মিডিয়ার মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন এই মুহূর্তে দেশের মানুষ ইমানী শক্তিতে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে। তিনি হেযবুত তওহীদের মাধ্যমে জাতি বর্ণ গোষ্ঠি নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ স্বাধান সার্বভৌম দেশ। এ দেশে রাজকারদের এবং তাদের দোসরদের কোনো অপকৌশল, কোনো ষড়যন্ত্র বদ্যাস্ত করা হবে না। তাদের যেকোনো ষড়যন্ত্রের ব্যপারে জাতিকে সজাগ সচেতন থাকার আহ্বান জানান। তিনি হেযবুত তওহীদকে নিশ্চিন্তি নির্বিগ্নে আদর্শিক কাজ চালিযে যেতে বলেন এবং প্রয়োজনে সকল রকমের সহযোগিতার আশ্বাস দেন।

অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি নাজমুল হোসেন পাটোয়ারী। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি করা হয়।