
ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুরে প্রবাসী আনিসুল হক ভূঁইয়া কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তারই বন্ধু ও কামাল চৌধুরীর ওরফে কামাল মোল্লাসহ তার সহযোগীদের বিরুদ্ধে ফুলগাজী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাহারাইন প্রবাসী আনিসুল হক ভূঁইয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বাহরাইন প্রবাসী আনিসুল হক ভূঁইয়া প্রবাস থেকে দেশে এসে ৭ শতাংশ ভুমির উপর মাটি ভরাট করে একটি বাড়ি নির্মাণ করছিল। নির্মাণ কাজ চলারত অবস্থায় গত ৩১ জুলাই বেলা ১১ টায় ৭-৮ জন সন্ত্রাসী কামাল মোল্লার নেতৃত্বে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নির্মাণাধীন বাড়ির রাজমিস্ত্রীদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা না দিলে আনিসুল হক ও তার পরিবারকে জানে মেরে ফেলার হুমকি দেয়। আনিসুল হককে পুনরায় বিদেশ যাওয়ার পথ বন্ধ করে দেওয়ারও হুমকি দেয় অভিযুক্তরা।
আনিসুল হক বলেন, আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমি ও আমার পরিবার এখন জানমালের ক্ষয়ক্ষতি ও নিরাপত্তাহীনতায় ভুগতেছি। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে আমি বিষয়টি অবহিত করেছি। এ মর্মে আমি ফুলগাজী থানায় আমি একটি সাধারণ ডায়েরি করেছি এবং প্রশাসনের সহযোগিতা চেয়েছি।
অভিযোগের ব্যাপারে কামাল মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ।