
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
উত্তরাঞ্চলের চিলাহাটি সীমান্তবর্তী এলাকায় নির্মিত নতুন আইকনিক চিলাহাটি রেলওয়ে স্টেশন কার্যক্রম চালুর জন্য প্রস্তুত। এই অত্যাধুনিক স্টেশনটি দেশের দ্বিতীয় হাইটেক পার্ক সিটি রেলওয়ে স্টেশন আদলে নির্মিত হয়েছে।
নবনির্মিত স্টেশন ভবনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে সাজানো হয়েছে। এর প্রথম তলায় থাকবে কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম, টিকিট বুকিং কাউন্টার, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ, পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা টয়লেট, কাস্টমস কাউন্টার এবং বিশ্রামাগার, ইমিগ্রেশন কাউন্টার এবং বিশ্রামাগার। দ্বিতীয় তলায় থাকবে ইমিগ্রেশন ম্যানেজার ও ইনচার্জের রুম, ডিটেনশন রুম (পুরুষ ও মহিলা), সার্ভিস অ্যাটেনডেন্স রুম, সার্ভার রুম, ব্যাংক, নির্মাণ কার্যক্রম।
জানা যায়, ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রকল্পটি শুরু করে। অত্যাধুনিক প্রযুক্তি এবং নির্মাণশৈলীর সমন্বয়ে তৈরি এই ভবনটি রেল যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করবে।
সম্প্রতি রেলওয়ে জেনারেল ম্যানেজার স্টেশনটির নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, খুব শিগগিরই স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এরপর পুরাতন স্টেশনের কার্যক্রম স্থানান্তর করে নতুন ভবনে কার্যক্রম শুরু করা হবে।
এই নতুন স্টেশনটি চালু হলে চিলাহাটি এলাকার মানুষদের যাতায়াত আরও সহজ এবং সুবিধাজনক হবে। দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় এটি হবে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন।