Date: May 19, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চিলাহাটি থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলবে : রেলমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিলাহাটি থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলবে : রেলমন্ত্রী

November 07, 2023 08:00:24 PM   উপজেলা প্রতিনিধি
চিলাহাটি থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলবে : রেলমন্ত্রী

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার চিলাহাটি থেকে আরও একটি আন্তঃনগর ট্রেন কক্সবাজার পর্যন্ত চলবে বলে জানালেন রেলপথ মন্ত্রী মো. নজরুল ইসলাম সুজন। গত ৪ নভেম্বর দুপুরে নীলফামারী জেলার চিলাহাটি রেলস্টেশনের আইকনিক স্টেশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ১১ তারিখ চট্টগ্রামের কক্সবাজার সমুদ্রবন্দর পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন হবে। ইনশাআল্লাহ আগামী দিনে উত্তরাঞ্চলের নীলফামারীর চিলাহাটি সীমান্ত থেকে কক্সবাজার পর্যন্ত টেন চলবে। আগামী দিনে চিলাহাটিতে স্থলবন্দর হবে এবং এখান থেকে শুধু ভারত নয়, নেপাল-ভুটান পর্যন্ত ট্রেন চলবে। খুলনা-মঙ্গলা বন্দর থেকে সরাসরি মালামাল আসবে এ পথে।

উল্লেখ্য ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বাংলাদেশের চিলাহাটি আর ভারতের হলদিবাড়ী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৫৫ বছর পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। ২০২১ সালের ২৭ মার্চ যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য মিতালী এক্সপ্রেস উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনা জটিলতায় আটকে যায় মিতালী এক্সপ্রেসের চলাচল। এরপর ২০২২ সালের পহেলা জুনে চালু হয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস ও ২০২১ সালের পহেলা আগষ্ট নিয়মিত চালু হয় পণ্যবাহী ট্রেন।