
চিলাহাটি প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মুক্তিরহাট গ্রামে এক সন্তানের জননী বিউটি বেগমের (২৫) রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে তিনি আলনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হলেও, এ ঘটনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মুক্তিরহাট গ্রামের আজিমুলের মেয়ে বিউটির বিয়ে হয় একই এলাকার বেলালের ছেলে নাছিরের (২৮) সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে মানসিক অত্যাচার এবং অপমানের শিকার হয়ে আসছিলেন বিউটি। কথায় কথায় স্বামী নাছির তাকে ছেড়ে দেওয়ার হুমকি দিতেন। তবে সন্তান এবং সংসারের কথা ভেবে বিউটি কখনো সংসার ছাড়ার কথা ভাবেননি।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিউটির ঝুলন্ত লাশ তার ঘরের আলনায় পাওয়া যায়। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী নাছিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয়দের মতে, বিউটির ওপর শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারই তার মৃত্যুর কারণ। একাধিক গ্রামবাসী জানিয়েছেন, আলনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব নয়। তাদের সন্দেহ, তাকে হত্যা করে পরে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে।
বিউটির পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানিয়েছেন, বিষয়টি নিয়ে গভীর তদন্ত করা হবে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।