
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া যাদুরবাধ গ্রামে জমি-জমার জের ধরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এ ঘটনাটি ঘটে।
প্রতিবেশীদের বরাতে জানা যায়, আবু বক্কর সিদ্দিক নামে ওই ব্যক্তি ধান কেটে বাড়ির উঠোনে জমা রাখেন, যা নিয়ে তার বাবা রবিউল ইসলাম সাবুল (৫০) বকাঝকা করেন এবং লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। উত্তেজিত হয়ে আবু বক্কর ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন এবং পালিয়ে যান।
আহত রবিউল ইসলামকে এলাকাবাসী দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তিনি মারা যান।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আসামিকে ধরার চেষ্টা চালায়, তবে তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।