
এস এম জাহিদুল:
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসা ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে "স্বেচ্ছাসেবী সম্মেলন-২০২৫" অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় রাজধানীর ন্যাশনাল আর্কাইভস অধিদপ্ত মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছওয়াবের প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন এবং সভাপতিত্ব করেন ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল হোসেন। তিনি বলেন, "স্বেচ্ছাসেবা স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর্থিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য।"
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, ফার্মেসি অনুষদের প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, "পরোপকারের মনোভাব নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবার মূলমন্ত্র। স্বার্থহীন মানবসেবা একটি মহৎ গুণ এবং এটি কোরআন-হাদিসে অত্যন্ত প্রশংসিত।"
সভাপতির বক্তব্যে ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, "ছওয়াব আর্তমানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করছে। সরকারের বিভিন্ন প্রশাসনিক স্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এম আব্দুল আউয়াল, অধ্যাপক আ.ন.ম রশীদ আহমাদ, জনাব আরিয়ান মোহাম্মদ আরিফ, এবং কো-স্পন্সর হিসেবে ছিলেন নাজমুল হক শ্যামল ও শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান, জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদারসহ সরকারী ও বেসরকারী পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষে সন্দিপন শিল্পীগোষ্ঠীর উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।