
জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক এবং আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ঢাকা-১৫ নির্বাচনি আসনের একটি সমাবেশে জানিয়েছেন যে, ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুব সমাজ এবং মেয়েরা ছাত্রশিবিরের প্রতি ব্যাপক আস্থা রেখেছে। তিনি বলেন, যুব সমাজ এবং মায়ের সমাজ—এই দুইটি সমাজ ইসলামের মূল্যবোধকে অত্যন্ত গভীরভাবে ধারণ করছে। এর প্রমাণ হিসেবে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল তিনি তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “মেয়েদের আস্থা ছাত্রশিবিরের ওপর, তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর—সব জায়গাতেই একই চিত্র প্রতিফলিত হয়েছে। এর প্রতিফলন ভবিষ্যতে দেশের রাজনৈতিক ও সামাজিক চিত্রে দেখা যাবে, ইনশাআল্লাহ।”
তিনি দেশের মাতৃসমাজের মর্যাদা সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। ডা. শফিকুর রহমান বলেন, “৯১ শতাংশ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। বাংলাদেশে জামায়াতে ইসলামী কুরআন ও হাদিসের শিক্ষাকে কেন্দ্র করে মাতৃসমাজকে মর্যাদায় অধিষ্ঠিত করতে চায়। রাষ্ট্রের বাস্তব প্রয়োজনে এবং যোগ্যতা অনুযায়ী পুরুষদের পাশাপাশি নারীরাও দেশের গঠনে সমানভাবে অবদান রাখবেন।”
শফিকুর রহমান আরও বলেন, ইমান বা ধর্মবিশ্বাসের ভিত্তিতে কারো বিচার করার দায়িত্ব তাদের নয়। তিনি যোগ করেন, “আমরা দেশের সব নাগরিককে সম্মান করব। তাদের ধর্ম, রাজনৈতিক অবস্থান, বর্ণ, ভাষা বা বসবাসের স্থান—কিছুই আমাদের বিচার হবে না। তারা আমাদের ভাই বা বোন হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্বে থাকবে।”