
গল্পনাটোরের নলডাঙ্গা উপজেলায় কৃষকের জমিতে পাতা জালে বিরল বন্যপ্রাণী খাটাশ বা গন্ধগোকুল আটকা পড়েছিল। পরে স্থানীয়দের সহযোগিতা ও পরিবেশকর্মীদের উদ্যোগে প্রাণীটিকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পিপরুল আখ সেন্টার এলাকার একটি ধানখেত থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, কৃষক গাহারুল প্রামানিকের জমিতে দেওয়া জালে প্রাণীটি আটকা পড়ে। পরে স্থানীয়রা সেটিকে বাজারে নিয়ে আসেন এবং পরিবেশকর্মীদের খবর দেন। খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, উদ্ধারকৃত গন্ধগোকুলকে হালতি বিলের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এসময় স্থানীয়দের সামনে বন্যপ্রাণীর পরিবেশগত গুরুত্ব ও তাদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বিশেষজ্ঞরা জানান, গন্ধগোকুল (Common Palm Civet) নিশাচর প্রাণী। এটি বনে-জঙ্গলে বাস করে এবং ইঁদুরসহ ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে কৃষিজমির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এ প্রাণী শিকার, হত্যা বা আটকে রাখা দণ্ডনীয় অপরাধ।