
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহৃত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে দুই মানবপাচারকারীকেও আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কচ্ছপিয়া পাহাড়ের দুর্গম এলাকায় একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র মুক্তিপণ আদায় এবং মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বেশ কিছু মানুষকে আটকে রেখেছে। এই খবরের পর নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস (SWADS) এবং কোস্টগার্ডের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
অভিযান দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। পরে পাহাড়ের বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু এবং ২ জন বাঙালি পুরুষসহ মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা জানান, পাচারকারী চক্রটি তাদের নানা প্রলোভন দেখিয়ে অথবা অস্ত্রের মুখে জিম্মি করে এখানে এনেছিল। আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছিল এবং বিদেশে পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নৌবাহিনীর বিভিন্ন যৌথ অভিযানে মোট ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে মানবপাচার ও চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে নৌবাহিনী তার অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।