
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী আইকন টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করা ৫০ জন শিক্ষার্থীর মাঝে সরকারি সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেদারল্যান্ডের ডেপুটি হেড অফ মিশন থিজস ওয়াউডস্ট্রা শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের সিনিয়র পলিসি অ্যাডভাইজর মুশফিকা জামান সাতিরা, কন্ট্রোলার হ্যারি মোরেল, এবং ভূল্লী আইকন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী সোহানা আক্তার। এছাড়াও ইউএনসিডিএফ এবং ভূল্লী আইকন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভার পর অতিথিরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট শিক্ষার্থীদের হাতে তুলে দেন। পরে তারা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।