Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁয়ের হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁয়ের হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

March 12, 2025 08:58:54 PM   অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁয়ের হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী) প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (১১ মার্চ) রাতে গাজীপুরের একটি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, "শিশুটি হারিয়ে যাওয়ার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। সারা দেশের প্রশাসনের বিভিন্ন স্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অবশেষে রাতে গাজীপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।"

তিনি আরও বলেন, "এ ঘটনায় ৩ থেকে ৪ জন আটক হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় ও আটকের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।"

উল্লেখ্য, গত রবিবার শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় সায়ানকে। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়ে যায়।