
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার অন্যতম আসামী রাব্বি’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামী মোঃ রাব্বি (২৬)’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যা কান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। সে উক্ত হত্যাকান্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।