Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দক্ষিণ কেরানীগঞ্জে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দক্ষিণ কেরানীগঞ্জে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

March 31, 2023 02:26:39 AM   দেশজুড়ে ডেস্ক
দক্ষিণ কেরানীগঞ্জে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন পূর্ব আগানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আমির হামজা (২৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এক মাদক মামলা রুজু করা হয়েছে।