
বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন বলেছেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই। দেশে মেগা উন্নয়ন প্রকল্পগুলো শেখ হাসিনার পক্ষেই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আবার শেখ হাসিনার সদিচ্ছায় জাতীয় আয়ের সর্বোচ্চ অংশ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ দেওয়ায় অসহায় মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে।
তিনি আরও বলেন, বগুড়া-৭ আসনে ইতোপূর্বে যারা এমপি হয়েছেন তারা কেউ ভোটারদের কাছে দায়বদ্ধ ছিলেন না। শুধু নিজের উন্নয়ন ছাড়া এলাকার মানুষের জন্য কিছুই করেননি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। শুক্রবার বগুড়ার শাজাহানপুরের আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত। সম্মেলনের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল।
স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল বাছেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু।
বিশেষ বক্তা ছিলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইনছান আলী, রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান নাইম, আব্দুল্লাহ্ আল কুদ্দুস, ইজহারুল হক জিহাদ, জহুরুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম সোহাগ অতিথি হিসেবে অংশ নেন।
অন্যান্যের মধ্যে অংশ নেন স্বেচ্ছাসেবকলীগ নেতা রায়হান, মোকছেদুল মোমিন, মোহন, মামুন, আতিকুল ইসলাম আকাশ, জাকিরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ রাসেল মিয়া, মোকছেদ মন্ডল, জীবন প্রমুখ।
সম্মেলনে আব্দুল বাছেদ কে সভাপতি ও মিঠুনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়।