Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নি‌খোঁ‌জের সাত দি‌নেও উদ্ধার হয়‌নি সালথার হা‌বিব খান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নি‌খোঁ‌জের সাত দি‌নেও উদ্ধার হয়‌নি সালথার হা‌বিব খান

April 05, 2023 01:37:43 AM   দেশজুড়ে ডেস্ক
নি‌খোঁ‌জের সাত দি‌নেও উদ্ধার হয়‌নি সালথার হা‌বিব খান

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
সাত দিন ধ‌রে নি‌খোঁজ হওয়া হা‌বিবের কোন খোঁজ পায়‌নি প‌রিবার। নি‌খোঁজ হা‌বিব খান (৬৫) উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের পু‌টিয়া প‌শ্চিম পাড়ার মৃত মধু খা‌নের পুত্র। গত ২৯ শে মার্চ তি‌নি বা‌ড়ি থে‌কে ফ‌রিদপুর যাওয়ার প‌থে তি‌নি নি‌খোঁজ হন। হা‌বিব খান নি‌খোঁজ হওয়ার ঘটনায় সালথা থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছে তার স্ত্রী বিউ‌টি আক্তার।

অ‌ভি‌যোগ সূত্রে জানা যায়, হা‌বিব খান ফ‌রিদপু‌রে অব‌স্থিত এন‌জিও আশা তে কি‌স্তি দেওয়ার জন‌্য মটরসাই‌কেল বি‌ক্রির ৫০ হাজার টাকা নি‌য়ে গতমা‌সের ২৯ মার্চ বিকাল ৩টার দি‌কে নিজ বা‌ড়ি পু‌টিয়া থে‌কে বের হ‌য়ে আর ফি‌রে আ‌সে নাই। প‌থিম‌ধ্যে বৃ‌ষ্টির সময় কানাইপু‌রে কোন এক দোকা‌নে অবস্থান ক‌রে বা‌ড়ি‌তে যোগা‌যোগ ক‌রে‌ছে ব‌লে জানায় নি‌খোঁজ হা‌বি‌বের প‌রিবার।

নি‌খোঁজ হা‌বি‌বের প‌রিবার তার সন্ধান চে‌য়ে সালথা ও ফ‌রিদপু‌রের বি‌ভিন্ন এলাকায় ছোটাছু‌টি কর‌ছে ব‌লে তারা জানায়। দ্রুত হা‌বি‌বের সন্ধান চে‌য়ে‌ছে হা‌বি‌বের প‌রিবার।

এই বিষ‌য়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদীক ব‌লেন, ‌হা‌বিব খা‌ন নি‌খোঁজ হওয়‌ার ঘটনায় আমরা এক‌টি অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি, এই বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।