
নেত্রকোনার মদন উপজেলার আখাশ্রী গ্রামে ছাগলকে কেন্দ্র করে জমিজমার পুরনো বিরোধের জেরে রক্তক্ষয়ী হামলায় নিহত হয়েছেন ইমাম হোসেন (৫৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে একটি ছাগল ফসলি জমিতে ঢুকে ফসল নষ্ট করলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেশীয় অস্ত্রসহ প্রায় ৩০-৩৫ জন অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীদের হাতে ছিল বল্লম, রড, রামদা ও শাবল। গুরুতর আহত ইমাম হোসেনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।
নিহতের পরিবারের দাবি, এটি নিছক ঝগড়া নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। জমি সংক্রান্ত দীর্ঘদিনের শত্রুতার জেরেই এ হামলা চালানো হয়েছে। মদন থানায় দায়ের করা মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এক মাস পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি এখনও পলাতক।
আজ ৩ মে শনিবার নিহতের পরিবার ও এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে মদন উপজেলায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নিহত ইমাম হোসেনের ভাই বলেন, “আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই, কিন্তু বারবার আবেদন করেও বিচার পাচ্ছি না।”