Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নবাগত পুলিশ সুপারের সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবাগত পুলিশ সুপারের সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা

July 10, 2024 06:05:12 PM   জেলা প্রতিনিধি
নবাগত পুলিশ সুপারের সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা

আনোয়ার হোসেন:
ফেনী জেলার নবাগত পুলিশ সুপারের সাথে গণমাধ্যম কর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই ২০২৪)  পুলিশ লাইন্স ড্রিল শেড-এ ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে সদ্য যোগদানকৃত মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মত বিনিময়  সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিচিত সভায় পুলিশ সুপার বলেন সবার সহযোগিতায় ফেনীতে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সব ধরণের উদ্যোগ গ্রহন করা হবে।

এ ক্ষেত্রে বিশেষ করে সংবাদকর্মীদের আন্তরিক ভূমিকা ও সহযোগিতা কামনা করেন। তাছাড়া দায়িত্বশীলতার সাথে পুলিশকে এসব বিষয়ে সাংবাদিকদরে সহযোগিতা করতে হবে।

ফেনীর প্রতিটি থানায় স্মার্ট পুলিশিং সেবা প্রদান, কিশোর গ্যাং দমন, জুয়া-চুরি রোধ এবং জেলার সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন। পরে সাংবাদিকরা ফেনী জেলার নানা সমস্যা ও সম্ভবনার বিষয় তুলে ধরেন।