Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নবাবগঞ্জে ৪১টি এতিমখানায় দুই কোটি নয় লাখ টাকা বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবাবগঞ্জে ৪১টি এতিমখানায় দুই কোটি নয় লাখ টাকা বিতরণ

April 03, 2023 02:16:38 AM   দেশজুড়ে ডেস্ক
নবাবগঞ্জে ৪১টি এতিমখানায় দুই কোটি নয় লাখ টাকা বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৪১টি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারী এতিমখানায় সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীননবাবগঞ্জে এতিম শিশুদের নগদ দুই কোটি নয় লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) বেলা  সাড়ে এগারটায় পজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শিবলী সাদিক দিনাজপুর ৬  ওই সময়  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, মোঃ সাদেক হোসেন, বিভিন্ন এতিমখানা মাদ্রাসার সভাপতি, সম্পাদক, শিক্ষক, প্রিন্ট  ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সকলের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ তরিকুল ইসলাম হলাইজানা মাজেদিয়া এতিমখানা মাদ্রাসা,পরে  সভাপতি সম্পাদক এর হাতে নগদ অর্থ তুলে দেন এমপি শিবলী সাদিক।