Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে পত্রিকার নারীকর্মীদের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও র‌্যালি - দৈনিক দেশেরপত্র - মান...

নরসিংদীতে পত্রিকার নারীকর্মীদের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও র‌্যালি

June 20, 2024 03:16:37 AM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে পত্রিকার নারীকর্মীদের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও র‌্যালি

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে দৈনিক দেশেরপত্র পত্রিকার নারী বিক্রয় প্রতিনিধি ও হেযবুত তওহীদের সদস্যাদের উপর বর্বরোচিত হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন ২০২৪) বিকাল ৪টায় নরসিংদী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নরসিংদী জেলা হেযবুত তওহীদ।

এর আগে বিকাল ৩টায় হেযবুত তওহীদের নরসিংদী জেলা সভাপতি ফারুক মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে নারীদের উপর বর্বরোচিত হামলাকারী উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। 
এরপর সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিকাল ৪টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের নরসিংদীর জেলা সাধারণ সম্পাদক মোকশেদ মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক সংগঠন। আমরা হেযবুত তওহীদের প্রচারণার কাজে বই-পুস্তক বিক্রি, হ্যান্ডবিল বিতরণ, আলোচনা সভা, জনসভা, মতবিনিময় সভা, সেমিনার, পত্রিকা বিক্রিসহ নানা কার্যক্রম চালিয়ে আসছি। মহাসত্যের আহ্বান মানুষের মাঝে পৌঁছে দিতে হেযবুত তওহীদের সাংগঠনিক কাজের অংশ হিসেবে আমরা দুই ঈদে সর্বাত্মকভাবে পত্রিকা বিক্রি করে থাকি। প্রতিবছরের ন্যায় এবারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা ব্যাপকভাবে পত্রিকা বিক্রির কার্যক্রম চালিয়ে আসছি। সারাদেশের ন্যায় নরসিংদীতেও চলছিল পত্রিকা বিক্রি কার্যক্রম।

ঘটনার দিনের পুরো বিবরণ তুলে ধরে তিনি জানান, গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানার হাসনাবাদ বাজার এলাকায় পত্রিকা বিক্রি করছিল তিন নারী বিক্রয় প্রতিনিধি শান্তনা আক্তার নিপা, আয়শা আক্তার খাদিজা ও জোবায়দা খাতুন। এসময় আমিরগঞ্জ ইউনিয়নের সানাবাদ এলাকার রাসেল মিয়া নামে এক ব্যক্তি নারী বিক্রয়কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাজার এলাকা ত্যাগ করতে বলে। বিক্রয়কর্মীরা তার প্রতিবাদ করলে রাসেল তাদের হাত থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং শ্লীলতাহানির চেষ্ট করে। এরপর তাদের টেনে হিঁচরে অটোরিকশায় উঠানোর চেষ্টা করলে তারা হাত ছাড়িয়ে নেমে পড়ে। পরে রাসেলের নির্দেশে তার সাঙ্গপাঙ্গরা একটি প্রাইভেটকার নিয়ে এসে তাদের প্রাইভেটকারে তোলার চেষ্টা করে। নারী সদস্যদের পরনের কাপড়-চোপর ধরে টানা-হেচরা করে শ্লীলতাহানী ঘটায়। একপর্যায়ে তার দলবল মিলে হকস্টিক ও লাঠি দিয়ে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। উপর্জুপরি হামলায় তিন জন নারী কর্মীই আহত হন। সন্ত্রাসীরা তাদের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে, কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। রাসেল মিয়া বাঁশের লাঠি দিয়ে জোবায়দা খাতুনের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্ত ঝড়তে থাকে। এসময় শান্তনা আক্তার নিপার মোবাইল ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলে সন্ত্রাসীরা। অত্র এলাকা পত্রিকা নিয়ে ঢুকলে জানে মেরে ফেলবে এমন হুমকি দিয়ে চলে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। জোবায়দা খাতুনের মাথায় ৫টি সেলাই দেওয়া হয়। আয়শা আক্তার খাদিজা ও শান্তনা আক্তার নিপাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সবশেষে হেযবুত তওহীদের নারী সদস্যাদের উপর বর্বরোচিত হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি ঘটনায় জড়িত সন্ত্রাসী রাসেল মিয়াসহ তার সহযোগী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আর কোনো রাসেল যেন হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলার সাহস না করে সে জন্য জেলার এসপি, ওসিসহ সংশ্লিষ্টদের প্রতিও কার্যকরি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

হেযবুত তওহীদের নরসিংদী জেলা সভাপতি ফারুক মিয়া বলেন, যদি অবিলম্বে নারীকর্মীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তবে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো আমরা।  

উল্লেখ্য, এঘটনায় আক্রমণকারী রাসেলসহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে রায়পুরা থানার ওসি শাফায়েত হোসেন পলাশ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক আমির মো. আরিফ উদ্দিন, নরসিংদী জেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক আল আমীন ভূইয়া, রাজনৈতিক বিষয়ক সম্পাদক গোলজার হোসেন, শিবপুর উপজেলা সভাপতি গাজী শাহীদুল হাসান আইয়ুবী, নারী সম্পাদক সালমা আক্তার হাফসা এবং ভুক্তভোগী শান্তনা আক্তার নিপা, আয়শা আক্তার খাদিজা প্রমুখ। এছাড়াও এসময় নরসিংদী জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ও এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।