Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

January 19, 2025 07:07:48 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

নরসিংদী প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে নরসিংদী জেলা বিএনপি। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন (মাস্টার), যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আঃ বাছেদ, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ভি পি জলিলসহ জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন এবং তার অবদানের স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।