Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নলছিটিতে অটোরিকশা-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নলছিটিতে অটোরিকশা-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২

May 03, 2025 08:14:28 PM   অনলাইন ডেস্ক
নলছিটিতে অটোরিকশা-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২

ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম দপদপিয়া এলাকায় মাহেন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) এবং একই উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম (৫০)।

আহতদের মধ্যে রয়েছেন মাহেন্দ্রযাত্রী মো. বাদল (৪৫) ও মো. ফাহিম (১৩)। তারা দুজনেই বাকেরগঞ্জ উপজেলার ফলাঘর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থেকে বরিশালগামী একটি মাহেন্দ্র যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ওপর উঠে যায় মাহেন্দ্রটি। এতে মাহেন্দ্র উল্টে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং অপর দুইজন আহত হন।

দুর্ঘটনার পরপরই মাহেন্দ্রচালক পালিয়ে যায়। পুলিশ গাড়িটি জব্দ করেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।