Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি বখতিয়ার, সম্পাদক মঞ্জু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি বখতিয়ার, সম্পাদক মঞ্জু

September 23, 2023 07:08:47 PM   জেলা প্রতিনিধি
নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি বখতিয়ার, সম্পাদক মঞ্জু

দীর্ঘ ১৫ বছর পর জাঁকজমকপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুনসহ উর্ধবতন সরকারি বেসরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ এ নির্বাচন পর্যবেক্ষণ করেন। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক বখতিয়ার শিকদার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু নাছের মঞ্জু। নির্বাচন সংশ্লিষ্টরা জানায়, সভাপতি পদে বাংলাদেশ বেতারের নোয়াখালী প্রতিনিধি বখতিয়ার শিকদার পেয়েছেন ৩৫ ভোট, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি  আলমগীর ইউসুফ ১৪ ভোট ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি আবু নাছের মঞ্জু পেয়েছেন ২৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি সামছুল হাসান মিরণ পেয়েছেন ১৬ ভোট, দৈনিক শেয়ারবিজের নোয়াখালী প্রতিনিধি আকাশ মো. জসিম পেয়েছেন ১০ ভোট।

ঘোষিত ফল অনুযায়ী, ২০২৪-২৫ মেয়াদে ৯ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি, দৈনিক সোনালী জমিনের সম্পাদক শাহ এমরান মো. ওসমান (৩২ ভোট), সহ-সভাপতি, এনটিভি'র নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ পারভেজ (৩৫ ভোট), যুগ্ম সম্পাদক, নিউজ ২৪ এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ (২৬ ভোট) ও দৈনিক নতুন দিনের  এআর আজাদ সোহেল (২৪ ভোট),  কোষাধ্যক্ষ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মো. আলা উদ্দিন শিবলু (২৪ ভোট)।

এ ছাড়া ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক, দৈনিক বাংলাদেশের আলো'র জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শাহ নয়ন (৩০ ভোট), সাহিত্য সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি গাজী মো. আমিনুল ইসলাম ভূঁইয়া (৩০ ভোট), শিক্ষা গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন সুমন (বিনা প্রতিদন্ধিয় নির্বাচিত) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্যপদে দৈনিক এশিয়া বানির জেলা প্রতিনিধি মো. আবদুল মোতালেব (৩০ ভোট), দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মো. নুর রহমান (২৩ ভোট) ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি  মো.মাহবুবুর রহমান (২৩) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ে দীর্ঘদিন স্থগিত থাকা নোয়াখালী প্রেসক্লাব নির্বাচনের বাধা কাটে। এদিন বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ রায় দেন। এ সংক্রান্ত রিটে প্রতিপক্ষের আইনজীবী মো. ওমর ফারুক জানান, দীর্ঘদিন নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন বন্ধ থাকার মধ্যে স্থানীয় সাংবাদিক ও প্রশাসন ২০১৭ সালের ২২ জানুয়ারি একটি এডহক কমিটি গঠন করে নির্বাচনের উদ্যোগ নেয়। পরে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন স্থগিত হয়ে যায়। এই রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ ২০১৮ সালের ১৪ আগস্ট নোয়াখালী জেলা প্রশাসককে শিগগির নির্বাচন করার নির্দেশ দেন। এরপর জেলা প্রশাসন ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন যাতে ভোটের তারিখ দেওয়া হয় ২০২২ সালের ২০ ডিসেম্বর। কিন্তু ১৮ ডিসেম্বর মীর মোশররফ হোসেন নামের একজন আরেকটি রিট করেন, যেখানে তিনি নিজেকে নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি দাবি করেন। উল্লেখ করেন, তার কার্যকালের মেয়াদ আরও এক সপ্তাহ আছে। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থাগিত ও রুল দেয়। ওই রিটে নোয়াখালীর মূলধারার কোনো সাংবাদিককে পক্ষ করা হয়নি বলে জানিয়ে আইনজীবী ওমর ফারুক জানান, পরে মূলধারার ৪২ জন স্থানীয় সাংবাদিক এই মামলায় পক্ষভুক্ত হয়ে রুল খারিজের আবেদন করেন। রুলের শুনানি শেষে রায় দেন আদালত। এই মামলার সেই ৪২ জন সাংবাদিকের তদবিরকারী ছিলেন আবু নাছের মঞ্জু।