
নোয়াখালীর সোনাইমুড়ী ও সেনবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় মাদক বহন কাজে ব্যাবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সেনবাগ ও সোনাইমুড়ী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
শুক্রবার (১২-জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর এলাকায় গরু ঘরের মধ্য থেকে নয় কেজি গাঁজাসহ একজন ও সোনাইমুড়ী পৌরসভার সোনাইমুড়ী চৌরাস্তা সংলগ্ন জাহানারা হাসপাতালের সামন থেকে ১২ বোতল ইন্ডিয়ান রয়েল গ্রীন হুইস্কি, ৩৪ বোতল ইন্ডিয়ান সিংনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কিসহ আরও তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সেনবাগ ও সোনাইমুড়ী থানায় র্যাব-১১, সিপিসি-৩ এর উপপরিদর্শক বিএম শাহরিয়ার কবির বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন বলে নিশ্চিত করছে র্যাব-১১।
আটককৃত হলো, চাটখীল পৌরসভা (৭-নং ওয়ার্ড) দশানী টকবা (পন্ডিত বাড়ি) কবির হোসেনের ছেলে শাহনাজ হোসেন শ্রাবণ (২৪), সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের খন্দকার বাড়ির মোক্তার হোসেনের ছেলে রাসেল আহম্মেদ (২৩), চাটখীল বদলকোট ইউনিয়নের তফাদার বাড়ির মনির হোসেনের ছেলে মোঃ রাসেল (২০) ও ইয়ারপুর মিঝি বাড়ির শহিদুল্লার ছেলে নজরুল ইসলাম সোহাগ (৪০)।
মাদক উদ্ধারের ঘটনায় র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকেই তাদের অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সেনবাগ ও সোনাইমুড়ী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।