নোয়াখালী প্রতিনিধি:
‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী জেলা প্রশাসন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যাণ সংস্থার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেনসহ আরো অনেকে।
এসময় বক্তাগণ অটিজম শিশুর লক্ষণ ও এর প্রতিকার নিয়ে আলোচনা, অটিজম সচেতনতা বৃদ্ধি করা ও অটিজম শিশুদের সঠিক পরিচর্যার প্রতি গুরুত্বারোপ করেন।