Date: October 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পিআরসহ ৫ দফা দাবিতে শ্রীপুরে জামায়াতে ইসলামীর মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পিআরসহ ৫ দফা দাবিতে শ্রীপুরে জামায়াতে ইসলামীর মানববন্ধন

October 15, 2025 05:54:57 PM   অনলাইন ডেস্ক
পিআরসহ ৫ দফা দাবিতে শ্রীপুরে জামায়াতে ইসলামীর মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুসহ ৫-দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে গাজীপুর জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আমির ও গাজীপুর-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, "আগামী জাতীয় নির্বাচন অবশ্যই আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে পরিচালিত হতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে।"

তিনি সরকারের সমালোচনা করে আরও বলেন, "সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।" গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফজাল হোসেন খান প্রমুখ।