Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে পারিবারিক কলহে এক ব্যাক্তির আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে পারিবারিক কলহে এক ব্যাক্তির আত্মহত্যা

September 09, 2023 08:17:53 PM   জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে পারিবারিক কলহে এক ব্যাক্তির আত্মহত্যা

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পারিবারিক কলহের জেরে আব্দুল মালেক (৫০) নামের এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) গভির রাতে পঞ্চগড় সদরের ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত মালেক একই এলাকার মৃত দজির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা ও ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, গত কয়েকদিন ধরে মালেক ২য় বিয়ে করতে চান। এ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। কলহের এক পর্যায়ে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে স্ত্রী অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছু সময় পর পরিবারের অন্য সদস্যরা মালেককে দেখতে না পেয়ে গভির রাতে খুজতে গেলে বাড়ির পেছনে থাকা একটি গাছে গলায় দড়ি দেয়া ফাঁস অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়া হলে প্রাথমিক সুরতহাল শেষে সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।