Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে বুদ্ধি প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে চার তরুণ গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে বুদ্ধি প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে চার তরুণ গ্রেপ্তার

September 07, 2024 09:00:53 PM   জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে বুদ্ধি প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে চার তরুণ গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (১৪) গণধর্ষণের অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকার আব্দুল্লাহ (২০), নাহিদ হাসান (১৭), রেদোয়ান হোসেন রতন (১৭), এবং সাব্বির হোসেন (১৯)। পুলিশ জানায়, ধর্ষণের শিকার কিশোরীর চাচা বাদী হয়ে শনিবার দুপুরে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, গত ৫ সেপ্টেম্বর কিশোরী বাসযোগে তেঁতুলিয়াতে আসেন। সন্ধ্যায় তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দর্জিপাড়া এলাকার আব্দুল্লাহ নিয়ে যায় এবং পরে বুড়াঠাকুরের আস্তানায় তাকে ধর্ষণ করে। পরদিন সকালে তাকে দর্জিপাড়া ফরেস্টে নিয়ে গিয়ে চার তরুণসহ ৬-৭ জন পালাক্রমে ধর্ষণ করে।

স্থানীয়দের সহায়তায় কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ বিজিবির সহযোগিতায় দ্রুত অভিযান চালিয়ে চার তরুণকে গ্রেপ্তার করে। তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা, এবং তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী উপস্থিত ছিলেন।