Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পঞ্চম দিনের মতো কর্মবিরতি চলছে গাজীপুর পল্লী বিদুৎ সমিতির-১ এ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চম দিনের মতো কর্মবিরতি চলছে গাজীপুর পল্লী বিদুৎ সমিতির-১ এ

July 06, 2024 07:11:29 PM   জেলা প্রতিনিধি
পঞ্চম দিনের মতো কর্মবিরতি চলছে গাজীপুর পল্লী বিদুৎ সমিতির-১ এ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) কর্তৃক শোষণ নির্যাতন বন্ধের প্রতিবাদে টানা ৫ম দিনের মতো কর্মবিরতি পালন করেছে গাজীপুর পল্লী বিদুৎ সমিতির ১ এর কর্মচারী ও কর্মকর্তাগণ।

প্রতিদিনের ন্যায় সকাল থেকে জেলা পল্লী বিদুৎ সমিতির অফিসের সামনে এই কর্মবিরতি পালন করে।

এ সময় বক্তারা স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করনের দাবি করেন।

এ ছাড়া বক্তারা অভিযোগ আরও বলেন, সারাদেশে শোষণ, নির্যাতন গুনগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহকদের ভোগান্তি ফেলছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এ সময় গাজীপুর পল্লী বিদুৎ সমিতির ১ এর ডিজিএম কারিগরি ইন্জিনিয়ার জাহিদুল ইসলামের সভাপতিত্বে পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।