Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ৪

November 11, 2024 07:10:41 PM   উপজেলা প্রতিনিধি
পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ৪

পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগরে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে ইসলাম নগর গ্রামের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৃত সফর উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫৫), মৃত শহর উদ্দিনের ছেলে আব্দুল ওহাব (৫০), মৃত আব্দুল রহমানের ছেলে আজিজার রহমান (৬০) এবং মৃত মোদাল্লির ছেলে মোবারক (৬০)।

প্রত্যক্ষদর্শী আব্দুল মোতালেব জানান, রেললাইনের ধারে নিহত ব্যক্তিদের বাড়ি এবং নিকটেই রেল স্টেশন। তারা আসরের নামাজ শেষে রেললাইনের পাশে দাঁড়িয়ে আলাপ করছিলেন। এমন সময় পাটগ্রাম স্টেশন থেকে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই নিহতদের স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন।