
পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলায় আমানতুল্যা প্রধান মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আলহাজ্ব আবুল খায়ের প্রধান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমডি এন্ড সিইও সোনালী ব্যাংক লি. ও সিনেট সদস্য আতাউর রহমান প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনারেল ম্যানেজার,সোনালী ব্যাংক পিএলসি রশিদুল ইসলাম, কুড়িগ্রাম ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিসার আব্দুল বারেক চৌধুরী, পাটগ্রাম সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর, বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র ছাত্রীদের লেখা পড়ার প্রতি উৎসাহীত করে বলেন, এই অঞ্চলে থেকে যে শিক্ষার্থীরা বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিশেষ করে এই বিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে তাদেরকে আরো বেশি করে সহযোগিতার হাত বাড়িরে দেওয়ার হবে। যেটা ইতিমধ্যে আমরা শুধু করেছি। এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।