Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে জমি নিয়ে ব্যাপক সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

পীরগঞ্জে জমি নিয়ে ব্যাপক সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

December 02, 2024 07:02:37 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে জমি নিয়ে ব্যাপক সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার ভোমরাদহ ইউনিয়নের মিলনবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ঐ এলাকার মৃত আবুল কাশেমের তিন পুত্র মোশাররফ হোসেন ওরফে জুয়েল (৪৭), মোকাররম হোসেন ওরফে রতন (৪৫), মাহবুবুর রহমান ওরফে মন্টু (৬৪) গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। ৬৩৪৬ দাগের ১.৫৯ একর জমি নিয়ে মৃত নজিবউদ্দিনের পুত্র আব্দুস সালাম ও তার সহযোগীরা একাধিকবার ওই জমি জবরদখলের চেষ্টা করলেও তারা সফল হতে পারেনি। পরবর্তীতে শ্লীলতাহানীসহ হামলা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, উভয় পক্ষ পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছে এবং উভয় পক্ষের মধ্যে দুটি মামলা রুজু হয়েছে, যা নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে।